তিনটি বল কি সারা জীবনের কান্না ??

গত কালের ম্যাচ শেষে হঠাৎ করেই মনে পড়ে গেল ২০১২ সালের সেই এশিয়া কাপ ফাইনালের কথা। সেই দুই রানের আফসোসের কথা আজ ও ভুলতে পারি নাই।

0278d8e9adeec34e24fe79d9cb29868b20120323

আর তার সাথে যোগ হল গত কালের ম্যাচ। এক রানের আফসোস টা আর একটু বেশি কাদল মনটা। পুরো ম্যাচ হাতে থাকার পর শেষ ৩ বলে ম্যাচ এভাবে ঘুরে যাবে কেউ ভাবতেও পারে নি।

Nasir Hossain, Tamim Iqbal, Shakib Al Hasan

 

গত কালের ম্যাচ কি খারাপ ছিল আমাদের ??? বোলিং বলেন, ব্যাটিং বলেন সব জায়গায় ছিল আমাদের আধিপত্য। তার উপর ছিল ভারতের ক্যাচ ড্রপের মিছিল। তারপর ও হারতে হল। মেনে নিতে পারছিলাম না কোন ভাবেই।
আমরা যখন ব্যাটিং এ ছিলাম তখন ২ বার এমন মুহূর্ত আসছে যখন আমরা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমরা জিতছি।
প্রথম বার হল, যখন সৌম্য তার সেই পুরাতন ব্যাটিং ঝলক দেখাল ।

ICC World Twenty20 India 2016: India v Bangladesh

 

আর, দ্বিতীয় বার হল যখন শেষ ওভারে মুশফিক পর পর ২ টা চার মারলো।

CRICKET-WT20-2016-IND-BAN

 

মুশফিক তো ধরেই নিয়েছিল আমরা ম্যাচ জিতে গেছি। কিন্তু কে জানত তখন যে এই শেষ ৩ বলে ২ রান ও আসবে না। ঠিক এর পরের বলেই মুশফিক আউট।

CRICKET-WT20-2016-IND-BAN

আর এর ঠিক এর পরের বলেই, আউট আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ।

CRICKET-WT20-2016-IND-BAN

 

যদি সবচেয়ে ক্রুসাল ম্যাচ গুলো জিতে থাকে ধোনি, তবে শেষ মুহূর্তে এসে বড় মঞ্চে সবচেয়ে ক্রুসাল ম্যাচ গুলো হেরেছি আমরা (২/১ রানের ব্যবধানে)। আর প্রায় সব ম্যাচের শেষ মুহূর্তে মাঠে ছিলেন মাহমুদুল্লাহ।

তা বলে কি আমরা সব হারিয়ে ফেলেছি??? আমরা আর আগে বাড়তে পারব না ??? তা হবে না , তা হবে না।
আমরা বীরের জাতি। উঠে দাড়াতে আমরা ভালই জানি।
জেগে উঠবে বাংলাদেশ, জেগে উঠবে বাংলার ক্রিকেট।
এই টুর্নামেন্টে হয় নাই তো কি হয়েছে ??? পরবর্তী কোনটা তে হবে ।
আমরা আশা ছাড়ি নাই।

দেখা হবে আগামির কোন এক বড় আসরে ট্রফি হাতে।

 

2 Comments Add yours

  1. Nasir says:

    hmmm

Leave a reply to Nasir Cancel reply